
নিজস্ব প্রতিবেদক, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর ওপারে থাকা ছয়টি ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত কষ্ট দূর করতে অবশেষে শুরু হয়েছে ড্রেজিং কার্যক্রম। শনিবার (১৭ জানুয়ারি) সকালে যমুনা নদীর গুরুত্বপূর্ণ অংশে এই খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের আরও একটি জনগুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হলো।
ভৌগোলিক কারণে কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন নদীবেষ্টিত চরাঞ্চলে অবস্থিত। প্রতি বছর শীত মৌসুমে নদীর নাব্যতা কমে যাওয়ায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় চার মাস নৌ-চলাচল স্থবির হয়ে পড়ে। নৌকা চরে আটকে যাওয়ায় সাধারণ যাত্রী ও মাঝিদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে নদী ড্রেজিংয়ের দাবি জানিয়ে আসছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, চরাঞ্চলের মানুষের যোগাযোগ সংকটের বিষয়টি তিনি আগে থেকেই গুরুত্বের সাথে বিবেচনা করছিলেন। শীতের শুরু থেকেই বিআইডাব্লিউটিএ-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে ড্রেজিং শুরুর প্রক্রিয়া সম্পন্ন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে বিআইডাব্লিউটিএ-এর তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়েছে।
ড্রেজিং কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কাজিপুর ক্যাম্পের ক্যাপ্টেন আসফাক ও ক্যাপ্টেন গালিবের নেতৃত্বাধীন একটি টিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ’র সাইট ইঞ্জিনিয়ার রিয়াদ ও মামুনসহ ড্রেজিং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এই খনন কাজ শেষ হলে চরাঞ্চলের কয়েক লাখ মানুষের নৌ-চলাচল নির্বিঘ্ন হবে এবং যাতায়াতে সময় ও ভোগান্তি সাশ্রয় হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এম.এম/সকালবেলা